ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ৩০ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

ইউরোপের প্রাণকেন্দ্র যুক্তরাজ্যে খারাপের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। দেশটিতে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত প্রাণহানির ঘটনা। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৪১৯ জনের প্রাণ কেড়েছে করোনা। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে প্রাণহানি বেড়ে ২৬ হাজার ৯৭ জনে ঠেকেছে। যা ইউরোপের মধ্যে দ্বিতীয়।

ডাউনিং স্ট্রিটে নিয়মিত ব্রিফিংয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এ মৃত্যুর সংখ্যাকে ‘হঠাৎ উত্থান’ বলে মনে করেন না। তিনি বলেন, ‘আমরা নতুন পদ্ধতিতে মৃতের সংখ্যা গণনা করছি। যার কারণে সংখ্যা বেড়েছে। হঠাৎ করে মৃত্যু বাড়েনি।’খবর পার্সটুডের। 

পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) দেওয়া তথ্য অনুযায়ী, মারা যাওয়া সাড়ে চার হাজারের  মধ্যে ৩০ শতাংশ হাসপাতালে মারা গেছেন। বাকি ৭০ শতাংশ বাসা ও অন্যান্য স্থানের।

এছাড়া, ইউরোপের স্পেন ও ইতালিতে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি। স্পেনে ২ লাখ প্রায় ৩৭ হাজার মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ২৪ হাজার ২৭৫ জনের। ইতালিতে, ২৭ হাজার ৬৮২ জনের প্রাণ কেড়েছে করোনা। যাতে আক্রান্ত ২ লাখ সাড়ে ৩ হাজার মানুষ। ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত ১ লাখ সাড়ে ৬৬ হাজার মানুষ।  

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া ভাইরাসটিতে বিশ্বের ৩১ লাখ ৯৩ হাজার ৮৮৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ গেছে ২ লাখ ২৭ হাজার ৬৩৮ জনের। যদিও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় পৌনে ১০ লাখ মানুষ। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি