ভারতে ১৭৩ শিখ তীর্থযাত্রীর শরীরে করোনা শনাক্ত
প্রকাশিত : ২০:২৬, ১ মে ২০২০
ভারতের পাঞ্জাবে ১৭৩ শিখ তীর্থযাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই দেশটির মহারাষ্ট্র হয়ে পাঞ্জাব ফিরেছিলেন। এই সংক্রামণ আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে। খবর এনডিটিভি’র।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে লকডাউন ঘোষণার মধ্যেই মহারাষ্ট্রের ন্যানডিডে গুরুদুয়ারা হাজুর সাহিবে আটকা পড়েছিলেন শিখ তীর্থযাত্রীরা। গত ২২ এপ্রিল থেকে তারা পাঞ্জাবে ফিরতে শুরু করেন। কিন্তু তাদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ আসে আরও পাঁচদিন পর।
পাঞ্জাব থেকে ন্যানডিডের গুরুদুয়ারায় প্রায় চার হাজার তীর্থযাত্রী গিয়েছিলেন। এরপর ২৫ মার্চ লকডাউন কার্যকর করা হলে তারা আটকা পড়ে যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনের পর সাড়ে তিন হাজার তীর্থযাত্রী পাঞ্জাবে ফিরে আসেন। এ ঘটনার প্রেক্ষাপটে তখতে হাজুর সাহিব সাচখান্ড গুরুদুয়ারা ও গুরুদুয়ারা লঙ্গর সাহিব শুক্রবার সিলগারা করে দেয়া হয়েছে।
এমএস/এসি
আরও পড়ুন