ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে মেজর-কর্নেলসহ নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৩ মে ২০২০

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ারে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর কর্নেল, মেজরসহ ৫ জওয়ান নিহত হয়েছেন। 

নিহতদের মধ্যে ২১ রাষ্ট্রীয় রাইফেলসের দুই কর্মকর্তা ও এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়াও নিহতদের মধ্যে দুই জঙ্গি রয়েছে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

সরকারি এক বিবৃতিতে বলা হয়, শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার অন্তর্গত হান্দওয়াড়ার চাঞ্জমুল্লা অঞ্চলের একটি বাড়িতে কয়েকজন সাধারণ নাগরিককে আটকে রেখেছে জঙ্গিরা। 

গোয়েন্দাদের এমন খবরে জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে পাঁচ সেনা সদস্যের একটি দল সেখানে অভিযানে নামে। এসময় জঙ্গিদের সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

শেষ পর্যন্ত আটকদের উদ্ধার করা গেলেও জঙ্গিদের গুলিতে প্রাণ হারান মেজর অনুপ শুদ, কর্নেল আশুতোষ শর্মা এবং নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ এবং জম্মু-কাশ্মীর পুলিশের উপ-পরিদর্শক শাকিল কাজী। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি