ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বছরের শেষে করোনার টিকা হাতে পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৪ মে ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এ বছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের টিকা হাতে পাবে। খবর এএফপি’র।

রোববার ওয়াশিংটন ডিসি’তে লিঙ্কন মেমোরিয়াল থেকে সম্প্রচার করা ফক্স নিউজের ‘টাউন হল’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা অনেক আশাবাদী যে এ বছরের শেষ নাগাদ আমরা কোভিড-১৯ ভাইরাসের একটি টিকা হাতে পেতে যাচ্ছি।’ 

ট্রাম্প বলেন, তিনি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে সেপ্টেম্বরে ফের খুলে দেয়ার আহ্বান জানাবেন। তিনি বলেন, ‘আমি চাই এসব প্রতিষ্ঠান খুলুক।’

কোভিড-১৯ ভাইরাস মোকাবেলার উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ও অন্যন্য দেশের মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে কোন দেশ প্রথম হবে এমন আলোচনা চলার মধ্যে এ টিকা হাতে পাওয়ার ব্যাপারে সম্ভাব্য এ সময়ের কথা প্রকাশ করা হলো।

প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, করোনাভাইরাসের ওষুধ হাতে পাওয়ার ক্ষেত্রে বিশ্বের কোন দেশ যুক্তরাষ্ট্রের গবেষকদের পরাজিত করতে পারলে তিনি খুশি হবেন। এ ব্যাপারে তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে এগিয়ে থাকা যেকোন দেশকে আমি স্যালুট জানাবো।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কাউকে পরোয়া করি না। এক্ষেত্রে আমি কেবলমাত্র একটি কার্যকর টিকা হাতে পেতে চাই।’ 

অস্বাভাবিক দ্রুত গতিতে চলা এ গবেষণা প্রক্রিয়ার ক্ষেত্রে হিউম্যান ট্রায়ালের ঝুঁকির ব্যাপারে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা হচ্ছেন স্বেচ্ছাসৈনিক। তারা জানেন এটা তাদেরকে দেয়া হচ্ছে।’

ট্রাম্প এ টিকা হাতে পাওয়ার সম্ভাব্য এ সময়সীমার কথা তার উপদেষ্টাদের কাছ থেকে জেনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি