ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোয়ারেন্টাইনে ফাউচিসহ ৩ মার্কিন সংক্রামক বিশেষজ্ঞ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১০ মে ২০২০

Ekushey Television Ltd.

স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেছেন যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়া ডা. অ্যান্থনি ফাউচিসহ তিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ। সম্প্রতি হোয়াইট হাউজের করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আশায় এই সিদ্ধান্ত নেন তারা। 

হোয়াইট হাউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘ওই তিন বিশেষজ্ঞ সম্প্রতি করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে এসেছিলেন। এরপরই কোয়ারেন্টাইনে চলে যান তারা।’

এর আগে জাতীয় অ্যালার্জি ও সংক্রামক ব্যাধি ইন্সটিটিউটের এই পরিচালকের করোনা পরীক্ষা করা হয়। যেখানে ফলাফল করোনা শনাক্ত হয়নি। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে এমন সিদ্ধান্ত, প্রতিদিন করাবেন পরীক্ষা। 

অপরদিকে, ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) কমিশনার স্টিভেন হানের (৬০) নমুনা পরীক্ষাতেও ফলাফল নেগেটিভ আসে। তবে আক্রান্ত সেই হোয়াইট হাউজ কর্মকর্তার কাছাকাছি থাকায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন তিনি। 

এছাড়া, দেশটির সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ডকেও পুরো দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৬৮ বছর বয়সী রেডফিল্ড এই সময়টায় ভিডিও কনফারেন্সেই অফিসের কাজ সারবেন বলে সিডিসির একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার সর্বপ্রথম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক সহকর্মীর মাধ্যমে হোয়াইট হাউজের করোনা আঘাত হানে। পরদিন ভাইস প্রেসিডেন্টে মাইক পেন্সের সহকারী সচিবেরও করোনা শনাক্ত হয়। আর সবশেষ ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। তবে ওই কর্মকর্তা গত কয়েক সপ্তাহে ইভাঙ্কার কাছাকাছি যাননি বলে জানিয়েছে সিএনএন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে রোববার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জনে পৌঁছেছে। প্রাণহানি বেড়ে ৮০ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি