ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা পরিস্থিতিতেই সিকিম সীমান্তে ভারত ও চীন সেনাদের হাতাহাতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ১০ মে ২০২০ | আপডেট: ১৩:৪৭, ১০ মে ২০২০

ভারত ও চীনের সেনাদের মধ্যে হাতাহাতি হয়- সংগৃহীত

ভারত ও চীনের সেনাদের মধ্যে হাতাহাতি হয়- সংগৃহীত

করোনা পরিস্থিতির মধ্যেই সিকিম সীমান্তে মুখোমুখি হয়েছে চীন ও ভারতের সেনারা। গতকাল শনিবার উত্তর সিকিম সীমান্তের নাকুলায় দুই দেশের সেনাদের মধ্যে পরিস্থিতি প্রায় হাতাহাতি পর্যন্ত হয়েছে বলে একটি সূত্র জানায়। তবে ভারতীয় সেনাবাহিনী বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি। খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও এই সময়’র। 

জানা যায়, শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারত ও চীন সেনারা। এই এলাকায় সড়ক পরিবহণ না থাকায় হেলিকপ্টার যোগেই যোগাযোগ রাখে ভারতীয় সেনা। শনিবার সেখানেই টহল চালাচ্ছিল দুই দেশের সেনারা। ঠিক সেই সময়ই বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতিও হয় তাদের মধ্যে। একটা মহল থেকে দাবি করা হয়েছে, কেবলমাত্র কথাতেই পুরো বিষয়টি থেমে যায়। হাতাহাতি হয়নি। যদিও বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি, দুই সেনা বাহিনীর বেশ কিছু জওয়ান আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ডোকলামে ৭০ দিন ধরে ভারত-চীন সেনাদের সংঘর্ষ চলেছিল। ভুটানের বিতর্কিত জায়গাটিকে নিজেদের বলে দাবি করছে চীন ও ভারত। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি