ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ৫ম বারের মতো লকডাউন বাড়ল

শেখ আরিফুজজামান, মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ১০ মে ২০২০

করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়ায় ৫ম বারের মতো মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বাড়ানো হয়েছে। আগামী ৯ জুন পর্যন্ত এ নির্দেশনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন। আজ রোববার স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালা’র নিকট প্রার্থনা করি যেন কোভিড -১৯ থেকে মুক্তি পওয়া যায়। আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যের জন্য এমসিও বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনা ভাইরাস নির্মূল হোক। ইতোমধ্যেই আমরা করোনা ভাইরাস প্রতিরোধে যথেষ্ট এগিয়ে আছি এবং আরও সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে।’

এর মধ্যে শর্ত সাপেক্ষে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে মালয়েশিয়া।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে ৪র্থ বারের মতো বাড়িয়ে ১২ মে পর্যন্ত ঘোষণা করা হয়।


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি