ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আবারও ভুল, নিজেদের ক্ষেপণাস্ত্রে ২০ ইরানি নৌসেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ১১ মে ২০২০

ইরানের নৌবাহিনী নিজেদের জাহাজের ওপর মিসাইল ছুড়েছে। এতে দেশটির ২০ নৌসেনা নিহত হয়েছেন। পারস্য উপসাগরে রবিবারের এই ঘটনা ঘটে। একে ‘মানবসৃষ্ট ভুল’ বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানের কর্মকর্তাদের উদ্ধৃত করে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, জামারান থেকে ছোড়া সি-৮০২ নুর মিসাইল হঠাৎ অন্য একটি জাহাজের ওপর আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি নেভিবহরে যুক্ত হওয়া নতুন ওই জাহাজে ৩০ থেকে ৪০ জন সদস্য ছিলেন।

প্রাথমিকভাবে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ওই জাহাজের কমান্ডারও আছেন।

ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস ক্রপস (আইআরজিসি) জানিয়েছে, এটি মানবসৃষ্ট ভুল বলে ধারণা করা হচ্ছে। তবু গোটা বিষয়টি তদন্ত করা হবে।

পারস্য উপসাগরে আমেরিকার সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে এই ঘটনা ইরানকে আরও চিন্তিত করবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে দুই দেশের নৌবাহিনীর মধ্যে প্রায় যুদ্ধ লেগে যায়। পরে আমেরিকা বিবৃতিতে জানায়, ইরান তাদের ‘হয়রানি’ করেছে।

এর ভেতর গত শনিবার গুজব ছড়ায়, যুক্তরাষ্ট্রের একটি ড্রোন নিজেদের সীমানার পানিতে ফেলেছে ইরান। পরে এটি নিয়েও দুই দেশ তর্কে জড়ায়।

পারস্য উপসাগরে ইরানের চলমান মহড়া সাম্প্রতিক এই উত্তেজনাকে কেন্দ্র করেই।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি