ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের প্রাণ কাড়ল করোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১১ মে ২০২০

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। যেখানে প্রতিদিনই শতশত প্রিয়জনদের হারাতে হচ্ছে স্বজনদের। যার জন্য সরকারের খেয়ালিপনাকে দায়ী করছেন দেশটির নাগরিকরা। উঠেছে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর পদত্যাগের দাবিও। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৬৭ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটির কবলে পড়ে না ফেরার দেশে ১১ হাজার ১২৩ জন মানুষ। আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৬৩৮ জন। যাতে মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৬২ হাজার ৬৯৯ জনে পৌঁছেছে। 

সুস্থ হওয়ার হার অন্যান্য দেশের তুলনায় কিছুটা এগিয়ে দক্ষিণ আমেরিকার এই দেশটি। তবে, আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় বর্তমানে কমেছে সুস্থতার হার। এখন পর্যন্ত সেখানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ হাজার ৯৫৭ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৮ হাজার ৩১৮ জন। 

এর মধ্যে মানাউস শহরে সবচেয়ে ভয়াবহ অবস্থা। প্রতিদিনই সেখানে শতশত মানুষের প্রাণহানি ঘটছে। ফলে, শেষকৃত্য করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই সেখানে কফিন সংকট দেখা দিয়েছে। মরদেহগুলোর পাহাড় জমেছে মর্গগুলোতে। 

অ্যামাজন বনে ঘেরা শহরটিতে অন্তত ২০ লাখ মানুষের বসবাস। প্রত্যন্ত এ এলাকার সঙ্গে দেশের বাকি এলাকাগুলোর সরাসরি সড়ক যোগাযোগও নেই। একারণে সেখানে সংকট কাটাতে আকাশপথে দ্রুত কফিন পাঠাতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ন্যাশনাল ফিউনারেল হোম অ্যাসোসিয়েশন।

এর আগে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা যখন ইউরোপ, আমেরিকাসহ অন্যান্য দেশে ধ্বংসযজ্ঞ চালালেও প্রথমদিকে তেমনটা গুরুত্ব দেয়নি ব্রাজিল সরকার। ফলে, দ্রুত ভাইরাসটি বিস্তার লাভ করে।  

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, করোনার হটস্পট হতে চলেছে ব্রাজিল। তারপরও প্রেসিডেন্টের অসতর্কতায় হুমকির মুখে দেশটির নাগরিকরা। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি