ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইয়েমেনে সেনা মোতায়েন করছে তুরস্ক, চিন্তিত সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১১ মে ২০২০ | আপডেট: ১৭:১৮, ১১ মে ২০২০

এবার যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক। আর এতে চিন্তিত হয়ে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালীতে মূলত তুরস্ক এসব সেনা মোতায়েন করতে চাইছে। তুরস্কের এ পরিকল্পনায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

আরব উইকলি নামের একটি সাপ্তাহিক জানিয়েছে, ইয়েমেনের কয়েকজন রাজনৈতিক এবং উপজাতি নেতাকে কাতার সরাসরি অর্থ সহযোগিতা করে থাকে। তাদের সমর্থনে মূলত তুরস্ক ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েন করতে যাচ্ছে।

আরব উইকলির খবরে বলা হয়েছে, তুরস্ক বর্তমানে উপকূলীয় সাবওয়া, সকোত্রা এবং আল মাখা এলাকায় সেনা মোতায়েন করবে। ইয়েমেনের একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আরব উইকলি এ খবর দিয়েছে।

পত্রিকাটির খবরে বলা হয়, ইয়েমেনের সাবওয়া এলাকায় মানবিক ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক।

আরব উইকলির খবর থেকে ধারণা করা হচ্ছে যে, দক্ষিণ ইয়েমেনে তুরস্ক বৃহত্তর রাজনৈতিক ভূমিকা পালন করতে যাচ্ছে। এ কাজে দেশটিকে সহায়তা করবে স্থানীয় রাজনৈতিক নেতারা।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি