ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৩ মে ২০২০

Ekushey Television Ltd.

ব্রাজিলে একদিনে কোভিড-১৯ ভাইরাসে রেকর্ড সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে এ মহামারি ভাইরাসে নতুন করে ৮৮১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

এ বৈশ্বিক ভাইরাসে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল দ্রুত করোনাভাইরাসের নতুন বৈশ্বিক কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, এনিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১২ হাজার ৪০০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে। প্রাত্যহিক হিসাবে দেশটিতে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে ৯ হাজার ২৫৮ জন বেড়েছে। কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স ও স্পেনের পর ষষ্ঠ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল।

ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের সংক্রমণ রোগ বিভাগের প্রধান মার্কোস স্পিনাল বলেন, গত কয়েকদিন ধরে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে নিশ্চিতভাবে তা উদ্বেগজনক।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে। 

গত সপ্তাহে প্রকাশিত এক জরিপে বলা হয়, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা ১৫ গুণ বেশি হতে পারে। 

কেননা, এ জরিপের অথোরদের অন্যতম ডোমিঙ্গো আলভেস বলেছেন, ‘ব্রাজিল কেবলমাত্র হাসপাতালে আসা মানুষের করোনাভাইরাস পরীক্ষা করছে।’ এর আগে, গত ৮ মে ব্রাজিলে এ ভাইরাসে এক দিনে সর্বোচ্চ ৭৫১ জনের মৃত্যু হয়েছিল।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি