ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জাপানে জরুরি অবস্থা প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১৫ মে ২০২০

শিনজো আবে। ছবি- বিবিসি

শিনজো আবে। ছবি- বিবিসি

করোনাভাইরাসের নতুন সংক্রমণ কমে আসায় জাপানের ৪৭টি অঞ্চলের মধ্যে ৩৯টিতেই জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

জাপানজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার অতিক্রম করে যাওয়ার মুখে এ পদক্ষেপ সরকার গ্রহণ করল। জাপানে এ পর্যন্ত ৭০০–এর বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। 

তবে জরুরি অবস্থা জারি রয়েছে রাজধানী টোকিওসহ ওসাকা ও হোক্কাইডোর উত্তরাঞ্চলীয় দ্বীপে। এই তিনটি অঞ্চলে প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। টোকিওতে যেমন বৃহস্পতিবারও ৩০টি নতুন সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রত্যাশা, আগামী ৩১ মে’র মধ্যে এই তিন অঞ্চল থেকেও জরুরি অবস্থা প্রত্যাহার করা যাবে। বিশ্বের অন্যান্য দেশের মতো লকডাউন জারির সুযোগ নেই জাপানে। তাই করোনা সংক্রমণ প্রতিরোধে জরুরি অবস্থা জারি করতে হয়েছে সরকারকে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি