ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লকডাউনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২, ১৬ মে ২০২০

টানা দুইদিনে তিন রোহিঙ্গা আক্রান্তে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে উখিয়ার রোহিঙ্গা শিবির। গত বৃহস্পতিবা একজনের করোনা শনাক্তের পর গতকাল শুক্রবারও নতুন করে দুইজনের আক্রান্তের খবর প্রকাশ পায় গণমাধ্যমে। 

এ নিয়ে টানা দু’দিনে তিন রোহিঙ্গার শরীরে করোনা শনাক্ত হয়। এতে করে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় কুতুপালং শরনার্থী শিবিরের আক্রান্তদের সংস্পর্শে আসা ওই ব্লকে থাকা ১২শ পরিবারের ৫ হাজারের বেশি রোহিঙ্গাকে লকডাউন করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ‘এই তিনজন কতুপালং শরণার্থী শিবিরের একই ব্লকে থাকতেন এবং সেই ব্লকের ১২শ পরিবারের পাঁচ হাজারের বেশি রোহিঙ্গাকে লকডাউনে রাখা হয়েছে। আক্রান্তদের আইসোলেশনে নেয়ার পাশাপাশি, তাদের পরিবারের সদস্যদের শিবিরের বাইরে কোয়রেন্টাইনে রাখা হয়েছে।’ 

তিনি জানান, ‘বৃহস্পতিবার শনাক্তদের একজনের ঠিকানা ভুল থাকায় তাকে রোহিঙ্গা হিসাবে ধারণা করা হয়েছিল। পরে তা তারা সংশোধন করেছেন। ফলে এখন বৃহস্পতিবার একজন রোহিঙ্গা এবং শুক্রবার দু’জন মিলিয়ে দু’দিনে মোট তিনজন রোহিঙ্গা শরণার্থীর করোনা শনাক্ত হলো।’

সিভিল সার্জন জানান, উখিয়া এবং টেকনাফ সব মিলিয়ে ৩৪টি রোহিঙ্গা শিবিরকে ঘিরেই সেনাবাহিনী এবং পুলিশ র‌্যাবের নজরদারি কঠোর করা হয়েছে। এসব শিবিরে প্রবেশে এবং বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে।’

শিবিরগুলোতে গাদাগাদি করে লাখ লাখ রোহিঙ্গা বাস করেন, সেখানে পরীক্ষা ব্যাপকভাবে করা হবে কি না- সেই প্রশ্নে ডা. মাহবুবুর রহমান বলেন, ‘১১ লক্ষ রোহিঙ্গা সেখানে। এতো সংখ্যক মানুষের মাঝে র‌্যানডম পরীক্ষা না করে সূত্র ধরে ধরে পরীক্ষা করা হবে। যেমন- এই তিনজন শনাক্ত হলো। এখন এই তিনজনের কন্টাক্ট ট্রেসিং করা হবে। অর্থাৎ তারা শিবিরে যাদের সাথে মিশেছে, সেগুলি আমরা খুঁজে খুঁজে তালিকা করছি। তাদের আমরা পরীক্ষা করবো। এর সাথে যাদের মধ্যে উপসর্গ দেখা যাবে, সেগুলোও আমরা পরীক্ষা করবো।’

এদিকে, রোহিঙ্গা শিবিরে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় সেখান কর্মরত আন্তর্জাতিক এবং দেশি সাহায্য ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক ও দেশি সাহায্য ও উন্নয়ন সংস্থাগুলোর সংগঠন আইএসসিজি’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার এবং মানবিক ত্রাণ সংস্থাগুলো শরণার্থী শিবিরে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

সূত্রঃ বিবিসি বাংলা

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি