ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভ্যাকসিন আসুক না আসুক আমরা সচল হবো : ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৬ মে ২০২০

প্রাণঘাতি করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরও আশার আলো দেখছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ঠেকাতে ভ্যাকসিন আসুক আর না আসুক আমেরিকা সচল হবে বলে মন্তব্য করেছেন তিনি। 

স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) হোয়াইট হাউসে এক প্রেস ব্রেফিংয়ে এ ঘোষণা দেন ট্রাম্প। খবর সিএনএন’র।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভ্যাকসিন তৈরির সর্বোচ্চ চেষ্টা চলছে। আমি একটা বিষয় সবাইকে স্পষ্ট করতে চাই। আর এটা খুব গুরুত্বপূর্ণও। ভ্যাকসিন আসুক কিংবা না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো। ইতিমধ্যেই আমরা সে প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’

করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আরও অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি এবং ভাইরাস কিংবা ফ্লু আসবেই, আপনাকে এর বিরুদ্ধে লড়াই করেই চলতে হবে। আমার ধারণা লোকেরা ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে—অন্তত অল্প সময়ের জন্য হলেও।’

বছরের শেষ নাগাদ করোনার ভ্যাকসিন তৈরি হতে পারে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। 

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৬৯২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে ১৪ লাখ ৮৪ হাজার ২৮৫ জন। প্রাণ গেছে আরও ১ হাজার ৫৯৫ জনের। ফলে, এখন পর্যন্ত ট্রাম্পের দেশে করোনায় ৮৮ হাজার ৫০৭ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রন্তের তুলনায় সুস্থতার হার অনেক কম। তারপরও সেখানে পুনরুদ্ধার হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ২৪২ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি