ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

আক্রান্তে চীনকেও ছাড়িয়ে গেল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৬ মে ২০২০ | আপডেট: ১২:২৬, ১৬ মে ২০২০

ছবি-এনডিটিভি

ছবি-এনডিটিভি

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেল ভারত।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল নাগাদ ভারতের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৭৮৪ জন। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৮ জন।

তবে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলেও ভারতের মৃতের সংখ্যা চীনের তুলনায় অনেক কম। সিএসএসই'র তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫৩ জনের। অন্যদিকে এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৭ জন। অবশ্য বেশ কিছুদিন ধরেই চীনে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মৃত্যুর হার এখনও চীনের ৫.৫ শতাংশের তুলনায় ৩.২ শতাংশ, যা উল্লেখযোগ্যভাবেই বেশ ভালো। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২৭ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। অবশ্য চীনে এখন পর্যন্ত সেড়ে উঠেছেন ৭৮ হাজারেরও বেশি মানুষ।

সিএসএসই'র তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে। প্রাণঘাতী এই রোগে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩ লাখেরও বেশি মানুষের। রাশিয়া, যুক্তরাজ্য এবং স্পেন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। প্রতিটি স্থানেই দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি