ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৭ মে ২০২০ | আপডেট: ১০:৫০, ১৭ মে ২০২০

মার্কিন যুদ্ধ বিমান এফ-২২। ছবি- সিএনএন

মার্কিন যুদ্ধ বিমান এফ-২২। ছবি- সিএনএন

আমেরিকার উন্নত প্রযুক্তিতে নির্মিত একটি এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। আমেরিকার ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি বিধ্বস্ত হয়। শুক্রবার বিমান বিধ্বস্ত হয়েছে। তবে ঠিক কয়টা নাগাদ এটি মাটিতে আছড়ে পড়েছে সে খবর জানানো হয়নি। বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর সিএনএন ও ইউএস টুডে’র। 

মার্কিন সামরিক বাহিনী বিমানের পাইলটের নাম প্রকাশ করেনি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক ঘাঁটির হাসপাতলে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

মার্কিন বিমান বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ১৫ কোটি ডলার দামের বিমানটি এগলিন ঘাঁটি থেকে ১২ মাইল উত্তর-পূর্বে ট্রেনিং রেঞ্জের ভেতরে বিধ্বস্ত হয়। এফ-২২ বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ মারা যায়নি কিংবা বেসরকারি কোনো সহায় সম্পত্তির ক্ষতি হয়নি।

যুদ্ধ বিমানটি বিধ্বস্তের সম্ভাব্য এলাকা- ইউএস টুডে

তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। উন্নত প্রযুক্তির জন্য এফ-২২ জঙ্গিবিমান নিয়ে আমেরিকা অনেকটা গর্ব করে থাকে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি