ইসরাইলে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ১৫:৫২, ১৭ মে ২০২০ | আপডেট: ১৬:৫৪, ১৭ মে ২০২০
চীনা রাষ্ট্রদূত দু ওয়েইর- সংগৃহীত
ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েইর মরহেদ উদ্ধার করা হয়েছে। আজ রোববার তেল আবিবের উত্তরাঞ্চলের বাসভবন থেকে চীনা রাষ্ট্রদূতের এই মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর এপি’র।
কি কারণে দু ওয়েইরের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের পুলিশ। করোনা ভাইরাস মহামারির মাঝে গত ফেব্রুয়ারিতে দু ওয়েইকে (৫৮) ইসরাইলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় চীন। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
চীনা এই রাষ্ট্রদূতের এক সন্তান এবং স্ত্রী রয়েছে তবে তারা এখন ইসরাইলে নেই। চীনের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক সব সময়ই ভালো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইসরাইলে সফরে এসে চীনের সমালোচনা করায় তার নিন্দা জানানোর দুই দিন পর চীনা এই রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার করা হলো। ইসরাইলে চীনা বিনিয়োগ এবং করোনা ভাইরাস প্রাদুর্ভাবের তথ্য লুকানো নিয়ে চীনের সমালোচনা করেছিলেন মাইক পম্পেও। দুই দিন আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর এই সমালোচনার নিন্দা জানিয়েছিলেন রাষ্ট্রদূত দু ওয়েই।
এমএস/
আরও পড়ুন