ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১৮ মে ২০২০

ভারতে আবারও একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা এই করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ৫ জন।

ভারতে একদিনে সর্বাধিক সংক্রমণের নতুন রেকর্ড এটি। ফলে দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬৯৮ জনে। খবর এনডিটিভির।

এর একদিন আগেও রেকর্ডসংখ্যক ৪ হাজার ৯৮৭ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ডও ভাঙল। এ পর্যন্ত একদিনে এতসংখ্যক মানুষ দেশটিতে আক্রান্ত হননি।

রোববার চতুর্থ দফার লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড দেশটিতে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৫ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১১৩৫ জনের। ৬২৫ জন মারা গেছেন গুজরাটে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৪৩, পশ্চিমবঙ্গে ২৩২। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি (১২৯), রাজস্থান (১২৬) ও উত্তরপ্রদেশ (১০৪)।

করোনাভাইরাস থেকে বাঁচতে দেশে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়। দেশব্যাপী লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হয় রোববার। জনজীবনে স্বাভাবিকতা ফেরানোর লক্ষ্যে সরকার যখন নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে, ঠিক তখনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ল দেশটিতে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি