ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ১ অক্টোবর ২০১৭

নতুন জনবল নিয়োগ দিতে ‍নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেডে। ব্যাংকটির তিনটি পদে এ নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকটিতে অ্যাসোসিয়েট ম্যানেজার, মোরগেজ সাপোর্ট টিম এবং লিগ্যাল অ্যাফেয়ার্স পদে এ নিয়োগ দেওয়া হবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।

যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে কোনো আইন চেম্বার থেকে ডকুমেন্টেশন এবং লিটিগেশন ম্যাটার্স-এ অভিজ্ঞ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:

আগ্রহী প্রার্থীরা আগামী ১ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

বিস্তারিত জানতে বিডিজবস ডটকম দেখুন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি