ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সোনালী ও জনতা ব্যাংক নেবে ১৫৩ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ২৩:০০, ৪ অক্টোবর ২০১৭

ব্যাংকে চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ। দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-সোনালী ও জনতা ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/আইটিসি) পদে ১৫৩ জনকে নিয়োগ দেবে।

পদের নাম
ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/আইটিসি)।সোনালী ব্যাংকে ৮৫ জনকে ও জনতা ব্যাংকে ৬৮ জনকে সিনিয়র আইটি অফিসার নিয়োগ দেওয়া হবে।


যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/পদার্থ/ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।


বয়স
১ অক্টোবর ২০১৭ তারিখে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হবে ৩০। তবে মুক্তিযোদ্ধা কোটায় বয়সসীমা ৩২ বছর।
বেতন
২২০০০-২৩১০০-২৪২৬০ থেকে ৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ টাকা।


আবেদন প্রক্রিয়া
শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.erecruitment.bb.org.bd-এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করা যাবে।


আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।
সূত্র : bangladesh.gov.bd

বিজ্ঞপ্তিটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
https://erecruitment.bb.org.bd/onlineapp/openpdf.php

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি