ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যেকোনো বিষয়ে স্নাতক পাশেই এক্সিম ব্যাংকে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৪৭, ৫ অক্টোবর ২০১৭

নতুন জনবল নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্সিম ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (কল সেন্টার/অ্যাগ্রি ফিল্ড) এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে নিয়োগ দেবে।

পদের নাম:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (কল সেন্টার/অ্যাগ্রি ফিল্ড) এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে নিয়োগ দিবে ব্যাংকটি। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি উল্লেখ করা হয়নি।

যোগ্যতা:

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/চার বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

বেতন:

নিয়োগ প্রাপ্তরা ট্রেইনিং এ থাকা অবস্থায় মাসিক ১৫ হাজার টাকা বেতন পাবেন। ট্রেইনিং শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যোগদানের পর বেতন দেওয়া হবে ১৮ হাজার ৯০০ টাকা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা career.eximbankbd.com-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি