ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৩৮ পদে নিয়োগ দিবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:১৫, ৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল জনবল নিয়োগ দেওয়া জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। বরিশাল, খুলনা, রাজশাহী ও ঢাকায় অফিসের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তা আহ্বান করা হয়েছে। মোট ৩৮ পদে এ নিয়োগ দেওয়া হবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।

পদসমূহ:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কনসালটেন্ট (প্যাথলজী), কনসালটেন্ট ( রেডিওলজি এন্ড এমেজিং), আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন (মহিলা), ফিজিওথেরাপিস্ট, বায়োকেমিস্ট, মেট্রোন (মহিলা), মেইনটেনেন্স সহকারী (পুরুষ), হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার (পুরুষ) নার্সিং সুপারভাইজার (মহিলা), সিনিয়র স্টাফ নার্স (আইসিইউ), সিনিয়র স্টাফ নার্স, সহকারী অফিসার (রিসিপশনিস্ট), সহকারী অফিসার (ক্যাশিয়ার), মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব), ফার্মাসিস্ট, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, সহকারী কেন্টিন ইনচার্জ (পুরুষ), সেলসম্যান (ড্রাগ) জুনিয়র কাস্টমার সার্ভিস (পুরুষ), ইলেকট্রিশিয়ান (পুরুষ), ড্রাইভার (পুরুষ), পিএবিএক্স অপারেটর (পুরুষ), ইসিজি অপারেটর, এসি টেকনিশিয়ান (পুরুষ), এটেনডেন্ট, প্লাম্বার (পুরুষ), ম্যাসেঞ্জার (পুরুষ), ওয়ার্ড বয়, সিকিউরিটি গার্ড (পুরুষ), রং মিস্ত্রী (পুরুষ), সহকারী কুক (পুরুষ), ওটি বয়, ক্যান্টিন বয়, ক্লিনার কাম আয়া/বয় (পুরুষ-মহিলা), ওয়াশিং বয় পদে এ নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

পদমর্যাদা অনুযায়ী প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বেতন:

পদমর্যদা অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা (www.ibfbd.org?career) এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়:

আগ্রহী প্রার্থীরা ২৪ অক্টোবর, ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি