ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ১০ অক্টোবর ২০১৭

নতুন জনবল নিয়োগ দেওয়া জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।

পদের নাম:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকটিতে অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, প্রিমিয়াম ব্যাংকিং, অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার এবং ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড ভিজিলেন্স অডিট পদে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:
অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, প্রিমিয়াম ব্যাংকিং পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন/ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড ভিজিলেন্স অডিট

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/সমমান বিষয়ে বিএসসি/এমএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:

নিয়োগপ্রাপ্তদের আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:

অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, প্রিমিয়াম ব্যাংকিং পদে আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর, ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড ভিজিলেন্স অডিট পদে ১৫ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।


সূত্র : বিডিজবস ডটকম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি