ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

১১৫০ নারী গার্মেন্টস কর্মী নেবে জর্ডান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:০৮, ১১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এক হাজার ১৫০জন নারী গার্মেন্ট কর্মী নিবে জর্ডান। বিদেশে জনশক্তি প্রেরণকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব নারী গার্মেন্টসকর্মী জর্ডানে যাওয়ার সুযোগ পাবেন। জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে `নারী মেশিন অপারেটর` পদে তাদের নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু নারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। প্রার্থীর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তাদের আবেদনের প্রয়োজন নেই।

সাক্ষাৎকার:

আগামী অক্টোবর এবং নভেম্বর মাসের প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর-২ কেন্দ্রে সাক্ষাৎকার বা স্কিল টেস্ট নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে সাক্ষাৎকার ও স্কিল টেস্টে অংশ নিতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:

সাক্ষাৎকারের সময় আগ্রহী প্রার্থীদের যে সব কাগজপত্র সাথে আনতে হবে তা হলো-

ক) ৪ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ রঙিন ছবি

খ) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদাকালো ফটোকপি

গ) বর্তমান চাকরির পরিচয়পত্র/ হাজিরা কার্ড এবং

ঘ) শিক্ষাগত যোগ্যতা/ অভিজ্ঞতার সনদপত্র সাথে আনতে হবে।

 

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য ০২-৯৩৬১১২৫, ০২-৯৩৩৬৫০৮, ০২-৯৩৬১৫১৫ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন।

 

বিজ্ঞপ্তি দেখুন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি