ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৮৩ জনকে নিয়োগ দেবে পারটেক্স গ্রুপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ১৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:৩১, ১৯ অক্টোবর ২০১৭

পারটেক্স গ্রুপের অধীনে বাংলাদেশের স্বনামধন্য কাগজ উাৎাদনকারী প্রতিষ্ঠান ‘পারটেক্স পাল্প এন্ড পেপার মিলস্ লি:’ ২০ পদে নিয়োগ দেবে ৮৩ জনকে।

পদের নাম ও সংখ্যা

ব্যবস্থাপক (পেপার মেশিন শাখা)-১ জন, ফোরম্যান (পেপার মেশিন শাখা)-৪ জন, মেশিন টেন্ডার-৪ জন, ওয়্যার এবং প্রেস অপারেটর-৭ জন, বেক টেন্ডার-৪ জন, জুনিয়র বেক টেন্ডার-৪ জন, সাইজ প্রেস কেমিক্যাল অপারেটর-৪ জন, ব্যবস্থাপক (স্টক প্রিপারেশন শাখা)-১ জন, ফোরম্যান (স্টক প্রিপারেশন শাখা)-৪ জন, স্টক প্রিপারেশন অপারেটর -১৪ জন, ব্যবস্থাপক (ফিনিশিং এন্ড কনভাটিং শাখা)-১ জন, ফিনিশিং সুপারভাইজার-৩ জন, সিমপ্লেক্স কাটার অপারেটর-৭ জন, জুনিয়র সিসপ্লেক্স কাটার অপারেটর-৭ জন, ব্রোক বাইন্ডার-৪ জন, ব্যবস্থাপক (ই,টি,পি/ল্যাব)-১জন, ই.টি.পি অপারেটর-৪ জন, জুনিয়ার ই.টি.পি অপারেটর-৪ জন, ই.টি.পি সহকারী/হেল্পার-৪ জন, সিকিউরিটি অফিসার-১ জন।

যোগ্যতা

প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তি দেখুন।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, দুই(২) কপি পাসর্পোট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি মহাব্যবস্থাপক (প্রশাসন), পারটেক্স পাল্প এন্ড পেপার মিলস্ লি: ৭৪ বীর উত্তম এ, কে, খন্দকার সড়ক, মহাখালী, ঢাকা-১২১২ বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনপত্রের খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়

১০ নভেম্বর, ২০১৭ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে।

এম/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি