ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়া নেবে ১০০ অফিসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার বা এআরও পদে ১০০ জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া। ব্যাংকে ক্যারিয়ার গড়তে চাইলে আপনিও আবেদন করতে পারেন। তবে তার আগে বিজ্ঞপ্তি দেখে যোগ্যতার মাপকাঠি মিলিয়ে নিন।

যোগ্যতা

এ পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিজ, অর্থনীতি, সোশ্যাল স্টাডিজ বা সায়েন্স স্টাডিজে স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। এছাড়া প্রার্থীদের কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বয়সসীমা

৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের হিসাবে প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতন-ভাতা

চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা চাকরির শুরুতে প্রতি মাসে ১২ হাজার টাকা বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া

এ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে জীবনবৃত্তান্ত এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহকারে www.bankasia-bd.com -এই ওয়েবলিংকের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদনের সময়সীমা
আগামী ১০ নভেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।


/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি