ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জনবল নিয়োগ দিবে প্রাইম ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:২১, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংকটি তিনটি পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পুরুষ ও মহিলা উভয়েই পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদসমূহ:

ডেপুটি হেড অব কংকারেন্ট (concurrent) অডিট, কংকারেন্ট অডিটর, হেড অব কংকারেন্ট অডিট পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

ডেপুটি হেড অব কংকারেন্ট অডিট

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে এমবিএ অথবা এমকম বা ইউজিসি কর্তৃক অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে এমবিএ অথবা এমকমসহ যেকোনো ফার্ম থেকে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে। 

কংকারেন্ট অডিটর

ইউজিসি কর্তৃক অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে এমবিএ অথবা এমবিএমসহ চার বছরের বিবিএ/বিবিএস/বিকম (অনার্স) উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

হেড অব কংকারেন্ট অডিট

ইউজিসি কর্তৃক অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে এমবিএ অথবা এমকমসহ যেকোনো ফার্ম থেকে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে career.primebank.com.bd এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি