ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

প্রভাষক নিয়োগ দিবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৪২, ১ ডিসেম্বর ২০১৭

নতুন করে শিক্ষাক নিয়োগ দেওয়া জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে। প্রতিষ্ঠানটিতে প্রভাষক খণ্ডকালীন প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলেও আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও সংখ্যা

১) প্রভাষক-

পদার্থ বিজ্ঞান (ইংলিশ ভার্শন)-০১ টি

ইংরেজি (ইংলিশ ভার্শন)-০১ টি

ইতিহাস (বাংলা ভার্শন)-০১ টি

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

স্কুল ও কলেজে পাঠদানে অভিজ্ঞ এবং ইংরেজি ও পদার্থ বিজ্ঞানের জন্য ইংরেজি মাধ্যম অথবা ভার্শনে অধ্যয়নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল

নিয়োগ প্রাপ্তদের মাসিক ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

২) প্রভাষক

হিসাব বিজ্ঞান-০১ ‍টি

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেনির স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। স্কুল ও কলেজে পাঠদানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল

নিয়োগ প্রাপ্তদের মাসিক ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

৩) খণ্ডকালীন প্রভাষক (প্রাথমিক)

ইংরেজি ভার্শন-০১ টি

বাংলা ভার্শন-০১ টি

 

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

স্কুল ও কলেজে পাঠদানে অভিজ্ঞ এবং ইংরেজি বিষয়ের জন্য ইংরেজি মাধ্যম অথবা ভার্শনে অধ্যয়নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

বেতন স্কেল

নিয়োগপ্রপ্তদের সর্বসাকূল্যে ২১,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

এছাড়াও সকল পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

আবেদনের নিয়ম

অনলাইনে চাকুরির জন্য আবেদন এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তরিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.abdourroufcollege.ac.bd) দেখুন। প্রতিটি আবেদনের জন্য ৫০০ টাকা ও অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকাসহ মোট ৫৩০ টাকা পরিশোধ করতে হবে।

 

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা ১৫ ডিসেম্বর,২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে হবে।

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

এম/টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি