ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কৃষি ব্যাংকের পরীক্ষার ফল প্রকাশে ভুল, সংশোধিত ফলাফল মঙ্গলবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষায় ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। গতকাল রবিবার বিকালে ভুল ফলাফল প্রকাশিত হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়— ১০০০২৬ থেকে ১০০০৪৭ পর্যন্ত সবাই পাস করেছেন। এর পরের নম্বরগুলোতে কেউ উত্তীর্ণ হননি ।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, তারা ৭৫ নম্বর পেয়েও পরীক্ষায় টিকতে পারেননি। অথচ অনেকে কম নম্বর পেয়েও তালিকায় স্থান পেয়েছেন।

তবে আগামীকাল মঙ্গলবার প্রকৃত ফলাফল প্রকাশ করা হবে বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ব্যাংকার্স সিলেকশন কমিটির উপ-মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান জানান। তাড়াহুড়ো করতে গিয়ে এমন ভুল হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি