ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭৯ জন নিয়োগ দিবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪০, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অভিবাসনে পিছিয়ে পড়া জেলাসমূহে বিদেশ গমনেচ্ছু প্রার্থীদের আরবি, ইংরেজি, জাপানিজ, কোরিয়ান এবং চায়নিজ ভাষা শিক্ষা দেওয়ার জন্য ভাষা প্রশিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। প্রতিষ্ঠানিটি ৫ টি বিষয়ে ৭৯ জনকে খণ্ডকালীন ভাষা প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেবে।

পদের নাম ও পদসংখ্যা

১) আরবি ভাষা প্রশিক্ষক

ক) প্রধান প্রশিক্ষক-১১ জন

যোগ্যতা

আরবিতে স্নাতকোত্তরসহ আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-৯০০ টাকা

খ) সহকারী প্রশিক্ষক-১১ জন

যোগ্যতা

আরবিতে স্নাতকসহ আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-৭০০ টাকা

 

২) ইংরেজি

ক) প্রধান প্রশিক্ষক-১১ জন

যোগ্যতা

ইংরেজিতে স্নাতকোত্তরসহ ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-১০০০ টাকা

 

খ) সহকারী প্রশিক্ষক-১১ জন

যোগ্যতা

ইংরেজিতে স্নাতকসহ ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-৮০০ টাকা

 

৩) জাপানিজ

ক) প্রধান প্রশিক্ষক-০৮ জন

যোগ্যতা

যে কোন বিষয়ে স্নাতকোত্তরসহ জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-১৩০০ টাকা

 

খ) সহকারী প্রশিক্ষক-০৮ জন

যোগ্যতা

যে কোন বিষয়ে স্নাতকসহ জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-১১০০ টাকা

 

৪) কোরিয়ান

ক) প্রধান প্রশিক্ষক-০৮ টি

যোগ্যতা

যে কোন বিষয়ে স্নাতকোত্তরসহ কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-১৩০০ টাকা

 

খ) সহকারী প্রশিক্ষক-০৮ জন

যোগ্যতা

যে কোন বিষয়ে স্নাতকসহ কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-১১০০ টাকা

 

৫) চায়নিজ (মান্ডারিন)

ক) প্রধান প্রশিক্ষক-০১ জন

যোগ্যতা

যে কোন বিষয়ে স্নাতকোত্তসহ চায়নিজ(মান্ডারিন) ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-১৩০০ টাকা

 

খ) সহকারী প্রশিক্ষক-০১ জন

যোগ্যতা

যে কোন বিষয়ে স্নাতকসহ চায়নিজ(মান্ডারিন) ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ঘণ্টায়-১১০০ টাকা

 

গ) অফিস সহায়ক-০১ জন

যোগ্যতা

এইচএসসি উত্তীর্ণ ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।

বেতন ঘণ্টায়-১৮০ টাকা

 

আবেদনের যোগ্যতা

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (http://www.bmet.org.bd) দেখুন।

 

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি,২০১৮ তারিখ প্রর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক সমকাল ( ৮ জানুয়ারি, ২০১৮)

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি