ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রবাসী কল্যাণ ব্যাংকের এসও পরীক্ষার সময়সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:১৫, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রবাসী কল্যাণ ব্যাংক এ ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসও-সমমান)’ পদের যোগ্য প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা গ্রহণের সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত এক যোগে রাজধানী ঢাকার ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য-সচিব মো. মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০(ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

পরীক্ষার্থীদেরকে কোনোক্রমেই পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্যান্য ইলেক্ট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই লিংকটি দেখুন

https://erecruitment.bb.org.bd/career/jan112018_bscs_08.pdf

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি