ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পুলিশে এসআই পদে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১৬ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর-এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদেরকে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষাসহ লিখিত পরীক্ষায় অংশগ্রণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থান, তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির  অধিকারী এবং কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্ন হলেই আবেদন করা যাবে।

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের স্বাভাবিক অবস্থায় মাপ ৩০ ইঞ্চি।

নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।

প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার নির্ধারিত তারিখ, সময় এবং জেলা:

১৩ ফেব্রুয়ারি ২০১৮, সকাল ৯টায়- ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেণী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, খুলনা, বগেরহাট, চুয়াডাঙ্গা মেহেরপুর, বরিশাল বরগুনা, সিলেট ও মৌলভীবাজার।

১৪ ফেব্রুয়ারি ২০১৮, সকাল ৯টায়- কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, গোপালগঞ্জ, জামালপুর ও নেত্রকোণা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর, বি-বাড়িয়া, বগুড়া, নওগাঁ, নাটোর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, যশোর, নড়াইল, পিরোজপুর, পটুয়াখালি, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।

১৫ ফেব্রুয়ারি ২০১৮, সকাল ৯টায়- টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাইবান্দা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ঝালকাঠি ও ভোলা।

যে সব কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে:

১) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূলকপি।

২) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপি।

৩) জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূলকপি।

৪) প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি, যদি না থাকে তবে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূলকপি।

৫) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৬) এমএস অফিস, ইন্টারনেট ও ট্রাবলস্যুটিং এর উপর ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদের কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতার মূল সনদ সেঙ্গে আনতে হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ জানুয়ারি ২০১৮

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি