৪৪ জনকে নিয়োগ দেবে যমুনা অয়েল কোম্পানি
প্রকাশিত : ২২:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০৮:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৬ পদে ৪৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
১) ডেপুটি ম্যানেজার (সিস্টেম এনালিস্ট) -০১ টি
২) মেডিকেল অফিসার-০১ টি
৩) সিনিয়র অফিসার (সেলস)-০১ টি
৪) সিনিয়র অফিসার (লিগ্যাল এন্ড এস্টেট)-০১ টি
৫) সিনিয়র অফিসার (অডিট / কোম্পানি সেক্রেটারিয়েট)-০২ টি
৬) সিনিয়র অফিসার (প্রোগ্রামার) -০১ টি
৭) সিনিয়র অফিসার (মেইনটেন্যান্স)-০১ টি
৮) অফিসার (ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট/ মেইনটেন্যান্স/ স্টোর)-৩টি
৯) অফিসার (অপারেশন / ডিপো অপারেশন/ সাপ্লাই এন্ড ডিস্ট্রিবিউশন)-০৯ টি
১০) অফিসার (শিপিং)-০১ টি
১১) অফিসার (হিউম্যান রিসোর্সেস)-০১ টি
১২) অফিসার (পাবলিক রিলেশন্স)-০১ টি
১৩) অফিসার (অডিট)-০১ টি
১৪) অফিসার (একাউন্টস)-০২ টি
১৫) অফিসার (নেটওর্য়াকিং এন্ড মেইনটেন্যান্স / ডেভেলপার)-০২ টি
১৬) অফিসার (কনফিডেন্সিয়াল)-০১ টি
১৭) জুনিয়র অফিসার (নেটওয়ার্কিং এন্ড এইচডব্লিউ মেইনটেন্যান্স)-০১ টি
১৮) জুনিয়র অফিসার (একাউন্টস / ফাইন্যান্স)-০৪ টি
১৯) জুনিয়র অফিসার (কোম্পানি সেক্রেটারিয়েট)-০১ টি
২০) জুনিয়র অফিসার (ফায়ার এন্ড সেফটি)-০১ টি
২১) জুনিয়র অফিসার (সিকিউরিটি)-০১ টি
২২) জুনিয়র অফিসার (ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট / মেইনটেন্যান্স / প্ল্যানিং এন্ড ইকোনমিক্স)-০৩ টি
২৩) জুনিয়র অফিসার (অপারেশন্স)-০২ টি
২৪) জুনিয়র অফিসার (এ্যাডমিনিস্টেশন)-০১ টি
২৫) জুনিয়র অফিসার (পারচেজ)-০১ টি
আবেদনের নিয়ম
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ সকাল ১০ টা থেকে ৬ মার্চ, ২০১৮ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক ( ১৪ ফেব্রুয়ারি, ২০১৮)
এমএইচ/টিকে
আরও পড়ুন