ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২ মার্চ ২০১৮

তিন পদে চারজনকে নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড। আগ্রহ এবং যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

১. পদের নাম ও সংখ্যা

সহকারী ব্যবস্থাপক পদে দুইজন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। বিএসসি (সম্মান)- উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষিতত্ত্বকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

২৩,০০০-৫৫,৪৭০ টাকা স্কেলে বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত হারে বেতন ও ভাতাদি দেওয়া হবে।

১. পদের নাম ও সংখ্যা

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রাণ রসায়ন) পদে একজন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণ রসায়ন বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণির বা সমমানের বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রি এবং বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমতুল্য পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৩. পদের নাম ও সংখ্যা

বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রাণ রসায়ন) পদে একজন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণ রসায়ন বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণির বা সমমানের বিএসসি অনার্সসহ কমপক্ষে ২য় শ্রেণির এম.এস.সি. ডিগ্রি থাকতে হবে।

বেতন

২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের নিয়ম

চাকরির নির্ধারিত আবেদন ফরমের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রদান করে সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম এর অনুকূলে ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাপট/পে-অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম উল্লেখ করতে হবে। আবেদন ফরম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট: teaboard.gov.bd এ পাওয়া যাবে। আবেদন পত্র সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২ বয়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

১ নং পদের জন্য আগমী ২৯ মার্চ ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে। ২ নং এবং ৩ নং পদের জন্য ১ এপ্রিল ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ মার্চ ২০১৮, পৃ. ১৫।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি