ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

৩ লাখ ৬০ হাজার শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৫ মার্চ ২০১৮

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীনস্থ দপ্তর-অধিদপ্তরের তিন লাখ ৬০ হাজার শূণ্য পদ রয়েছে। এ শূণ্য পদগুলোর বিপরীতে সচিব সভায় দ্রুত নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সচিব সভায় প্রশাসনের শূন্যপদ দ্রুত পূরণ করার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় সরকারের লাখ লাখ পদ শূন্য থাকায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। এ কারণে এবার এত সতর্ককতা।

তাই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পে গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

একজন সিনিয়র সচিব গণমাধ্যমকে জানান, ‘মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পাওয়ার পরই আমার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়ে শূন্যপদে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছি। সব প্রস্তুতি নিয়ে বৈঠকে হয়েছে।  বৈঠক শেষে অন্য এক সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর বিভিন্ন অগ্রাধিকার প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য ইস্যুর মধ্যে পাহাড়ধস, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, রোহিঙ্গাদের আবাসন সমস্যা নিয়েও কথা হয়েছে।

সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদগুলোতে নিয়োগ দেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে সরাসরি নিয়োগ দেয় মন্ত্রণালয়। বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে বিভিন্ন কোটায় নিয়োগ দেওয়া হয় ৫৫ শতাংশ। এর মধ্যে মুক্তিযোদ্ধার পোষ্য (ছেলে-মেয়ে ও নাতি-নাতনি) ৩০, মহিলা ১০, জেলা ১০ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (উপজাতি) ৫ শতাংশ। আর মেধায় নিয়োগ দেওয়া হয় মাত্র ৪৫ শতাংশ।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি