ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

খুলনা হাইটেক পার্কে ১২ হাজার নতুন কর্মসংস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ১০:১৫, ৬ মার্চ ২০১৮

নির্মিতব্য খুলনা হাইটেক পার্কে অন্তত ১২ হাজার তরুণের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। খুলনার রূপসা নদীর তীরে তথ্যপ্রযুক্তিনির্ভর হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে হাইটেক পার্ক নির্মাণের জন্য স্থান নির্বাচন ও জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।

খুলনায় শিল্পের প্রসার ও বিকাশে পরিবেশ সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। পার্কটি নির্মাণে ব্যয় হবে ১৫৪ কোটি টাকা। এ  পার্ক দুটি নির্মাণ হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও জেলা প্রশাসনের প্রস্তাবিত স্থানে।

হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহকারী পরিচালক (বিনিয়োগ) শাহরিয়ার আল হাসান জানান, দেশের ২৮টি স্থানে এ পার্ক স্থাপন হবে। তার মধ্যে যশোরে শেখ হাসিনা হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দক্ষিণ অঞ্চলে বরিশাল, মাদারীপুর ও গোপালগঞ্জে পার্ক স্থাপনে অনুমোদন ও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

খুলনার হাইটেক পার্কের পাশাপাশি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭২ হাজার বর্গফুট বিশিষ্ট আইটি ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। এ আইটি ইনকিউবেশন সেন্টার প্রকল্পটিরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার খুলনা সার্কিট হাউস মাঠে এক জনসভায় বক্তব্যের আগে তিনি খুলনার উন্নয়নে শতাধিক প্রকল্প উদ্বোধন করেন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি