ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩৯৯ কর্মী নেবে মেঘনা গ্রুপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:২৮, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ। মোট ৩৯৯ জন নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে আবেদন চেয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন মেঘনা গ্রæপে। তার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন। মিলিয়ে নিন যোগ্যতার মাপকাঠি।
কোন পদে কতজন নিয়োগ
মেঘনা গ্রæপে ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে ফায়ার ইন্সপেক্টর পদে ৮ জন, ফায়ার সুপারভাইজার পদে ২৪ জন এবং ফায়ারম্যান পদে ১২৯ জন নেওয়া হবে। নিরাপত্তা শাখায় নিরাপত্তা ইন্সপেক্টর পদে ৯ জন, নিরাপত্তা সুপারভাইজার পদে ৫ জন এবং নিরাপত্তা গার্ড পদে নিয়োগ পাবে ২২৪ জন।
আবেদনের যোগ্যতা
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ফায়ার ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা এসএসসি। উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত কিংবা সেনা, নৌ বা বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। ফায়ার সার্ভিসের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ার সুপারভাইজার পদে আবেদনের যোগ্যতা এসএসসি। উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত লিডার কিংবা সেনা, নৌ বা বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল বা সার্জেন্টরা অগ্রাধিকার পাবেন। ফায়ার সার্ভিসের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারম্যান পদে অষ্টম শ্রেণি পাসসহ উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। ফায়ার সার্ভিস কাজে অভিজ্ঞ এবং অবসরপ্রাপ্ত ফায়ারম্যানদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা এসএসসি। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। একই পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা সুপারভাইজার পদে এসএসসিসহ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল ও সার্জেন্টরা অগ্রাধিকার পাবেন। সমপদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা গার্ড পদের জন্য অষ্টম শ্রেণি পাসসহ উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়স থাকতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। সমপদে এক বছরের কাজের অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
বাছাই
মেঘনা গ্রæপ সূত্রে জানা গেছে, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়ে থাকে। সরকারি ছুটির দিন ছাড়া যেকোনো দিন প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিয়োগ পরীক্ষা দেওয়া যাবে। সব পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজগুলোর মূলকপি ও ফটোকপি সঙ্গে রাখতে হবে। শারীরিক যোগ্যতা না থাকলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবে। প্রথমে শারীরিক যোগ্যতা দেখা হয়। ফিট থাকলে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। ভাইভা বোর্ডে ভালো পারফর্ম করতে পারলে নেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা। সাধারণ জ্ঞানে দখল রাখলে হবে। কাজের বিষয়েও স্বচ্ছ ধারণা থাকতে হবে। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, আগের কাজের অভিজ্ঞতাসহ নানা দিক দেখা হয়। কেন কাজ করতে চান সেটাও জানতে চাওয়া হতে পারে। মৌখিক পরীক্ষায় উপস্থিত বুদ্ধিমত্তাও যাচাই করা হয়। দায়িত্ব পালনের আগ্রহসহ জানতে চাওয়া হয় ফায়ার ও নিরাপত্তার কাজের জরুরি মুহূর্তের করণীয় সম্পর্কে। ইন্সপেক্টর ও সুপারভাইজার পদে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হয়। ফায়ারম্যান ও নিরাপত্তা গার্ড পদে ডিউটি সম্পর্কে জানতে চাওয়া হয়।
আবেদনে যা লাগবে
সরাসরি নিয়োগের বেলায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
মেঘনা গ্রæপে ফায়ার ইন্সপেক্টর পদে মাসিক বেতন দেওয়া হবে ১৯০০০ টাকা, ফায়ার সুপারভাইজার পদে ১৪০০০ টাকা এবং ফায়ারম্যান পদে ১১৫০০ টাকা। নিরাপত্তা ইন্সপেক্টর পদে ১৬০০০ টাকা, নিরাপত্তা সুপারভাইজার পদে ১৪০০০ টাকা এবং নিরাপত্তা গার্ড পদে ১১৫০০ টাকা বেতন পাওয়া যাবে। রনি হোসেন জানান, মাসিক বেতন ছাড়াও গ্রুপের নিয়ম অনুুসারে ওয়েলফেয়ার ফান্ড সুবিধা, উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি, বিনা মূল্যে বাসস্থান, স্বল্পমূলে আহার ও অতিরিক্ত দায়িত্বের জন্য ভাতা পাওয়া যাবে।
যোগাযোগ
সিকিউরিটি ব্রাঞ্চ হেড কোয়ার্টার, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
ডেটলাইন
এরইমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আগামী ৩১ মের মধ্যে বিভিন্ন ধাপে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি