ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

২৮৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ১৫ মার্চ ২০১৮

৩৬তম বিসিএসের নন-ক্যাডারের অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে প্রথম শ্রেণির পদের জন ২৮৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির  ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে সমাজসেবা অফিসার পদে ১০২ জন, উপজেলা সহকারী প্রকৌশলী পদে ২৫ জন, রেল মন্ত্রণালয়ের সহকারী সার্জন পদে ১৮ জনসহ ৪৪টি পদে ২৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পিএসসি সূত্র জানা যায়, ৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। এর বাইরে এই বিসিএসে উত্তীর্ণ ৩ হাজার ৩০৮ জন পরীক্ষার্থীকে পদ শূন্য থাকা সাপেক্ষে নন-ক্যাডার হিসেবে রাখা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান মোহম্মদ সাদিক এ সম্পর্কে বলেন, এই তালিকায় প্রথম শ্রেণির পদের সুপারিশ করা হয়েছে। এরপর দ্বিতীয় শ্রেণির সুপারিশের তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, নন-ক্যাডারে ৩ হাজার ৩০৮ জন প্রার্থীর মধ্যে ২ হাজার ৬৫০ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদের জন্য আবেদন করেন।

নন-ক্যাডারের তালিকা-

১. পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়

পদের নাম : গবেষণা কর্মকর্তা

রেজিঃ নম্বর-০২৯৫৩৮ = ১ জন।

২. রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে

পদের নাম : সহকারী সার্জন

রেজিঃ নম্বর০৮৮০৪৬, ১০৪৪৬৬, ০৬৪৫৮৮,  ০৫১০২০,  ২০১৩৯৯,  ০৮৭০০৭,  ০৪০২৯০, ০০৫৮৭৯, ০২৬৯০৭,  ০৮৪৫৭৭, ৭০১৯৬৮, ০১৭৫২২, ০৬৪৪১১,  ০২৩৯২৯,  ০৫৭২৯৯,  ০০৬০৭৫ , ২০৯৪৩৫, ০৪০৫৭৬ = ১৮ জন।

৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর

পদের নাম: ফিল্ড অফিসার/ কাস্টোডিয়ান

রেজিঃ নম্বর-০৩৩৯০১= ১ জন।

৪. পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়

পদের নাম : বাজেট অফিসার

রেজিঃ নম্বর-০৭৪৬৭৮= ১ জন।

৫. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক অধিদপ্তর

পদের নাম : হিসাব রক্ষণ কর্মকর্তা

রেজিঃ নম্বর-৩০৭৩৮৯= ১ জন।

৬. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক অধিদপ্তর

পদের নাম : সহকারী প্রকৌশলী (পুর)

রেজিঃ নম্বর-০৯৪৯৫০=১ জন।

৭. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক অধিদপ্তর

পদের নাম : মেডিকেল অফিসার

রেজিঃ নম্বর-০৩৯৪৩৪, ৭০০৭৩৪= ২ জন।

৮. স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

পদের নাম : সহকারী প্রকৌশলী(পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী

রেজিঃ নম্বর১০৯৪৯১, ০৫১৯৭৪, ০০৪৩৬১, ১১০৬৮১, ০৮৪৩৫৫, ০৭৫০৭৫, ০৫৯৫৩৬, ০৭৮৬৯৫, ০৫১৭১৮, ০৫৫৮০২, ০৮৫৮৩০, ০০৪৪১০, ০৪০০০৮, ০৫৪৫৪৭, ০১৭১৮২, ০০৩৭৩০, ০৫১৬২৫, ৬০৬১৯১, ০৬৩৩৯০, ০৭৯৫৬৩, ১০৭৭৬৯, ০১১৬০১, ০০৭৪৬৮, ০৭৯৪৫১, ০৬৫১৮৯ = ২৫ জন।

৯. নির্বাচন কমিশন সচিবালয়

পদের নাম: লাইব্রেরিয়ান (অস্থায়ী)

রেজিঃ নম্বর-০২৮৫২১= ১ জন।

১০. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন সিআইডি’র রাসায়নিক পরীক্ষাগার

পদের নাম : সহকারী রাসায়নিক পরীক্ষক

রেজিঃ নম্বর-১১২৮৫৭= ১ জন।

১১. বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট, চট্রগ্রাম, পরিবেশ ও বন মন্ত্রণালয়

পদের নাম: জুনিয়র রিসার্চ অফিসার

রেজিঃ নম্বর-৪০০৬৮৫, ৬০৫৯৪৭, ৩০৩৭১১, ৬০৬৭০৩, ৪০০১৩৪, ০৩৭০৭৯, ৪০২৪৬৮, ৪০৬৪০৬, ৩০৪০০৩= ৯ জন।

১২. বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট, চট্রগ্রাম, পরিবেশ ও বন মন্ত্রণালয়

পদের নাম : এ্যাসিস্টেন্ট সয়েল সাইনটিস্ট

রেজিঃ নম্বর-০৯৫৫৬১= ১ জন।

১৩. বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট, চট্রগ্রাম, পরিবেশ ও বন মন্ত্রণালয়

পদের নাম : পাবলিসিটি অফিসার

রেজিঃ নম্বর-০৭৩৫৩৪= ১ জন।

১৪. বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, পরিবেশ ও বন মন্ত্রণালয়

পদের নাম : বৈজ্ঞানিক কর্মকর্তা

রেজিঃ নম্বর-০৫০৯০১, ০৭৮৯২৩= ২ জন।

১৫. সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের সমাজসেবা অধিদপ্তর

পদের নাম : সমাজসেবা অফিসার/সমমান

রেজিঃ নম্বর-০২৯৩২৩, ০৫৬৮৮৪, ০৬৩৫৪০, ০৬৪৯২৬, ০১৪২৯৪, ০৫৫৮০৫, ০৩৮৮০৩, ০১৪৯৯২, ০৩০৬৪৭, ০৩০৯১৪, ০৫৮৫৩৫, ০৯৭৪৮৫, ০৭১১৯১, ০৬৩৯৯৭, ২০৬৭৮৮, ০৩৯২৪৯, ০৪৬০৯০, ০৭৪৯৫৫, ০৮০৪৯৩, ০৫৬৪৪৩, ০৭৮৭৭৯, ৬০০৪১৮, ০৯২৪৩০, ০১৬৯৪৪, ০২৮৪২০, ০২০৫৭২, ৩১০৬৪২, ১০১১১০, ০৫৫৩৬২, ০১৪৪৯৮, ০৫৯৯৪৮, ০৮৭২৪৩, ০২১১৫৩, ০৫৯০২৬, ০৫০৩৩৭, ০০৯৫৬৮, ০৩৫৬৯৮, ০৩৬৪৭৫, ০৫৭৪৭৩, ০৩৯৯৫৬, ০২৩০৮৫, ০২৯৯৫৪, ০৩৩৩৬৭, ০৫২৫২১, ২০৬৫০৯, ০৭৩১১৬, ০৪২১৮৯, ০৫৯৪১৭, ০১৭৪১১, ০১৮৫৭৮, ০৫২৩১৪, ৬০১২১৯, ০২৭৮২৩, ০৩৩৬৩৯, ০২৩৬৪৫, ০৭৬৬৯০, ০২১৮৪৭, ২০৭০৮৫, ০৪৯৯৩২, ০২৭৪৬৫, ১১১৬০৯, ০৬৮৩০৫, ৬০২১৫৯, ০৩০১৩৭, ০৩১৭৬৫, ০৪৩০৫২, ০৬৭২৪৩, ০৬৩৬৩৭, ০৬০১৯৫, ০৪১৪৩৪, ০৬৩০০৩, ১২৮৩৬৭, ৪০৯২৫৫, ৫০১৯৫৩, ২০৬৩০২, ০৩২৩৬৯, ০৫৫৯৯২, ০৩০৯৯৩, ৬০৩১১০, ০৫৮২২৫, ০৯৫০৯০, ০৫০৫৫২, ১০২৪১৩, ০৬৬৩৮৬, ০৭৯৯৮৬, ০৩২১৬৩, ০৩৬৬৯১, ০৫৬৫৬৮, ০৪৪০৫৯, ০১৮৯৫২, ৪০৮৭৩৮, ০৪৬৬২৮, ০৪৬৫৭৫, ০৩৯৪২২, ০৪৬০৩৯, ০৩৪৪১২, ১০৪২২৬, ০৫০৭১৯, ৬০১৩৯৭, ০৬৮৯৭৭, ০৫৩৪৬৯, ০০২০৯৮= ১০২ জন।

১৬. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ রোড ট্রান্সপোট অথরিটি (বিআরটিএ)

পদের নাম : সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)

রেজিঃ নম্বর-০৫৫৩৫০, ০৩১৯৮৮, ০৩০৮৮৮, ০৭১১৬৮, ৩০৮১৯৬= ৫ জন।

১৭. বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর

পদের নাম : সহকারী পরিচালক

রেজিঃ নম্বর-০৮৭২৫২, ০৮৩৭৪৯= ২ জন।

১৮. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরী বোর্ড

পদের নাম: সেক্রেটারি

রেজিঃ নম্বর-০৩১০০৪= ১ জন।

১৯. শ্রম আপীল ট্রাইব্যুনাল এবং শ্রম আদালত, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

পদের নাম : রেজিস্ট্রার

রেজিঃ নম্বর-০৮৮২০৫, ০৫২৫১০, ০১৩৩৮৭, ০৯৩২৭৩= ৪ জন।

২০. বিদ্যুৎ, জ্বালাণি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালাণি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ হাইড্রোকার্বন ইউনিট

পদের নাম : সহকারী পরিচালক (আইসিটি)

রেজিঃ নম্বর-০২২৩৯৮= ১ জন।

২১. শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

পদের নাম : সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) (অস্থায়ী)

রেজিঃ নম্বর-১২৬২০৮, ০৯৪২০১, ১০২৯৭৬, ০০২২০২= ৪ জন।

২২. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

পদের নাম : সহকারী পরিচালক

রেজিঃ নম্বর-০১৮৮১১, ০৬৭০২১, ০৪১৬৬১= ৩ জন।

২৩. স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম : সহকারী পরিচালক

রেজি: নম্বর- ৬০৫৭৩৮, ০৫৯৯৭৯ ,০৯৭৪০৪, ০৬৩৬৯৩, ০৫৯৮৫৫, ০৫৮৮৯৫, ০৩০০৫৯, ০০৪৬২০, ৫০০৭৮০, ৪০৭৬৫৪ = ১০ জন।

২৪. জনশক্তি,কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

পদের নাম : পরিসংখ্যান কর্মকর্তা

রেজিঃ নম্বর-৬০৩৩৮৯, ০৬৩৭০১= ২ জন।

২৫. শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর

পদের নাম: এক্সামিনার পেটেন্টস (কৃষি)

রেজিঃ নম্বর-০৩৩৪৮৯= ১ জন।

২৬. শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন

পদের নাম: গবেষণা কর্মকর্তা

রেজিঃ নম্বর-১০৬৯৪৭, ০৫৫৮৮২, ০৮৪৪১৫= ৩ জন।

২৭. জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিসিএস প্রশাসন একাডেমি

পদের নাম : গ্রন্থাগারিক

রেজিঃ নম্বর-০৮৫০০৪= ১ জন।

২৮. পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ও বন মন্ত্রণালয়

পদের নাম : সিনিয়র কেমিস্ট

রেজিঃ নম্বর-১০২৮৯৩ ,১০৫৭০৮, ১০৭৯২৭= ৩ জন।

২৯. পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ও বন মন্ত্রণালয়

পদের নাম : রিসার্চ অফিসার

রেজিঃ নম্বর-০৫৮৫৪৫, ০২২৮৪৩= ২ জন।

৩০. পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ও বন মন্ত্রণালয়

পদের নাম : সহকারী পরিচালক (কারিগরি)

রেজিঃ নম্বর-০৬৭১৯৬, ০৫৬১২৩, ০৮৮২১৩= ৩ জন।

৩১. বস্ত্র পরিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়

পদের নাম : প্রভাষক (নন-কারিগরি) ইংরেজি (অস্থায়ী)

রেজিঃ নম্বর-১১১১১৬, ৬০৭১৭৩, ৩০৫৫৬৬= ৩ জন।

৩২. বস্ত্র পরিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়

পদের নাম : প্রভাষক (নন-কারিগরি) গণিত (অস্থায়ী)

রেজিঃ নম্বর-০৯৯১৫৪= ১ জন।

৩৩. তথ্য মন্ত্রণালয়, বিটিভি

পদের নাম : প্রযোজক(গ্রেড-২)

রেজিঃ নম্বর-০৭৫০১০, ০৬৩৬৭৭, ৩১১১৮৭= ৩ জন।

৩৪. তথ্য মন্ত্রণালয়, বিটিভি

পদের নাম : সহকারী পরিচালক [গ্রেড-২] [প্রশাসন]

রেজিঃ নম্বর-০২৯৪৮৫= ১ জন।

৩৫. তথ্য মন্ত্রণালয়, বিটিভি

পদের নাম : টেলিভিশন প্রকৌশলী(গ্রেড-২)

রেজিঃ নম্বর-০৩৭৫৩৪= ১ জন।

৩৬. কৃষি মন্ত্রণালয়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট

পদের নাম : বৈজ্ঞানিক কর্মকর্তা

রেজিঃ নম্বর ০২৩৭৪০, ১০৩৭৭৫, ৪০৬৫৮২, ৪০১৪০০, ০৩৪৯১৬, ০২৮০২৩, ০৪৫৮০০, ০২১৩৮৫, ০৩৯৬৩৯, ০৩৭২৯৪, ০৮৭৭০৩, ০১৩৯১৮, ০৫৯০৩৩ = ১৩ জন।

৩৭. বিদ্যুৎ, জ্বালাণি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালাণি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

পদের নাম : সহকারী পরিচালক (ভূতত্ত্ব)

রেজিঃ নম্বর-০৬৯৯০২, ০৩৬৪০৪= ২ জন।

৩৮. বিদ্যুৎ, জ্বালাণি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালাণি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

পদের নাম : সহকারী পরিচালক (রসায়ন)

রেজিঃ নম্বর-৬০৫৭৯৬, ০১৮৫৪৪, ০১৩১০৭= ৩ জন।

৩৯. বিদ্যুৎ, জ্বালাণি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালাণি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

পদের নাম :সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)

রেজিঃ নম্বর-০২২৯৯৯, ৩১৩৭৬৬, ৪০৮৯০৮, ০৭৪১০৯, ০৯০৬০৯= ৫ জন।

৪০. বিদ্যুৎ, জ্বালাণি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালাণি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

পদের নাম : হিসাব রক্ষণ কর্মকর্তা

রেজিঃ নম্বর-০৯৫৯৬৭= ১ জন।

৪১. বিদ্যুৎ, জ্বালাণি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালাণি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো [বিএমডি]

পদের নাম : সহকারী পরিচালক (ভূ-রসায়ন)

রেজিঃ নম্বর-০৫৯৬১৪= ১ জন।

৪২. অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তর

পদের নাম : সহকারী পরিচালক

রেজিঃ নম্বর০৬৪৮৩৯, ০১৯৯৮৩, ০২২২২৮, ১২৩৫২৭, ০৬৫২২৮, ০৭৪৯৪৮, ৩০৭৪৮০, ০২৭৪৬৪, ০৪০০১৯, ০৯৭৫২৩, ০৩০৯৪৩, ০২২২৫৩, ৩০৭২৩১, ০৬৭৬০২, ৬০৫৪২১, ৩১১০৩৫ = ১৬ জন।

৪৩. বিদ্যুৎ, জ্বালাণি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালাণি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বিস্ফোরক পরিদপ্তর

পদের নাম : সহকারী বিস্ফোরক পরির্দশক

রেজিঃ নম্বর-০৯৩৮৯০, ০১৭০৫২, ০৭৪৬৯৫, ০৪৫৬১৯, ৩০৫৬৬৪, ০৫৮৭৫১, ০৯৩৫৮৯, ০৫১৫৫৫, ০৯৮৪২৩= ৯ জন।

৪৪. পরিকল্পনা মন্ত্রণালয়,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

পদের নাম : পরিসংখ্যান কর্মকর্তা

রেজিঃ নম্বর২০৭৩৬৩, ০৮২০৭৪, ০৯৮৮৩০, ০৪৩৪৪৮, ০৫০৫৮৬, ০৮০২৭৪, ০১৭৯৯১, ০৬৭৭৭৭, ০২৬৮০২, ০৩৬০০৯, ০৬৮৮৬৫, ০৩৯১১৮, ০৫৯০৫৬ = ১৩ জন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি