ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রাজউকে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ১৬ মার্চ ২০১৮

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি  ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প : রাজউক অংশ’ শীর্ষক প্রকল্পে  দুটি পদে অস্থায়ী ভিত্তিতে তিনজনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।  

পদের নাম ও পদসংখ্যা

১) অ্যাকাউন্ট্যান্ট-০১ টি

যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিভাগে  স্নাতক পাস করা প্রার্থীরা আবদেন করতে পারবেন।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৯ হাজার ৩০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

২) অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর-০২ টি

যোগ্যতা

কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৭ হাজার ৪৫ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম পূরণ করে তা প্রকল্প পরিচালক, আরবান রেজিলিয়েন্স প্রকল্প : রাজউক অংশ, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কাম কার পার্কিং ভবন (নবম তলা), গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিল, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি