ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘দক্ষতায় মিলবে নিরাপদ কর্মসংস্থান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৪৪, ২৫ মার্চ ২০১৮

বিদেশ গমনেচ্ছু কর্মীদের নিরাপদ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করছেন অভিবাসন খাতের সংশ্লিষ্টরা। আর নিরাপদ অভিবাসন সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ রোববার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশ উত্তরণের পরিপেক্ষিত আয়োজিত সেবা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে এ কথা বলেন তারা। স্বল্প ব্যয় ও নিরাপদ অভিবাসনে নাগরিক দায়িত্ব শীর্ষক সেমিনারে একথা বলা হয়।

সেমিনারে অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. নমিতা হালদার বলেন, সরকার অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে। কিন্তু অনেকেই অসচেতন অবস্থায় দালালের কাছে বেশি টাকা দিয়ে বিদেশ যায়, যে কারণে অভিবাসন ব্যয় বেশি লাগে।
এছাড়া বিদেশে দুতাবাসে বাংলাদেশের জনবল খুবই কম। ফলে ইচ্ছা থাকলেই অভিবাসন ব্যয় কমানো সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আমরা অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা করছি। বিদেশে আমরা নারী অভিবাসন ব্যয় ছাড়া পাঠাতে পারছি। এর সঙ্গে সঙ্গে পুরুষ অভিবাসন ব্যয় কমাতে কাজ করছি।

বিদেশে গিয়ে অনেক শ্রমিক নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ না আসলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারি না। অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) মহা সচিব মো. রুহুল আমিন বলেন, আমাদের দেশের শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করে বিদেশে গমন করাতে হবে। বিদেশ গমনের আগে শ্রমিকদের অবশ্যই কর্মসংস্থানের নিশ্চিত করতে হবে। পাসপোর্ট ও ভিসা ব্যবস্থাকে সহজ করতে হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) ব্যবস্থাপনা পরিচালক ফারাহ আজুম বারী বলেন, আমাদের শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। দেশের যে সব এনজিওগুলো অভিবাসন নিয়ে কাজ করে তাদের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে কিভাবে ভিসা প্রোসেজ সহজ করা যায় সে লক্ষ নিয়ে কাজ করতে হবে।

বিদেশ গমনের পর তারা যাতে সঠিক কর্মসংস্থান পাচ্ছে কি না সে বিষয় দেখতে হবে। তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তবে শ্রমিক সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে পারছি না।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি