ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ওভাই-এ রাইডার হওয়ার সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ২৫ মার্চ ২০১৮

ওভাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফুল-টাইম রাইডার হিসেবে নিয়োগ দেবে। তবে প্রতিষ্ঠানটি আবেদনের শেষ সময় উল্লেখ করেনি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

ফুল-টাইম রাইডার।

যোগ্যতা

ন্যূনতম এইচএসসি পাসসহ বাইক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রপ্তদের মাসিক ২০ হাজার টাকা (১৫ হাজার + ৫ হাজার পারফর্মেন্সের ওপর ভিত্তি করে) স্কেলে বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা obhai@obhai.com এই ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। সাথে সাবজেক্ট Full Time Rider 100* লিখতে হবে।

প্রয়োজনীয় তথ্য

ন্যাশনাল আইডি কার্ড ও প্রাসঙ্গিক কাগজপত্র থাকতে হবে, স্মার্টফোন এবং গুগলম্যাপ থাকতে হবে, বাংলায় দক্ষতা থাকতে হবে, দিনে ১০ ঘন্টা, সপ্তাহে ৬দিন কাজ করতে হবে।

প্রতিষ্ঠান যা যা সরবরাহ করবে     

মোটরবাইক, জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণ খরচ।  আর যাদের নিজের মোটরবাইক আছে তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সুবিধা পাবেন।

সূত্র: প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি