ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

কিছুদিনের মধ্যেই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৪০, ৩০ মার্চ ২০১৮

কিছুদিনের মধ্যেই হাজার চিকিৎসক এবং হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়োগপ্রাপ্ত একজন চিকিৎসককে অবশ্যই গ্রামে তিন বছর থাকতে হবে। যারা থাকবে না, তাদেরকে বাদ দিয়ে আবারও নিয়োগ দেওয়া হবে বলেও জানান।

নাসিম বলেন, বর্তমান সংবিধানের আলোকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন হবে ফাইনাল খেলা। সেখানে রেফারি থাকবে নির্বাচন কমিশন। ফাউল করলেই লাল কার্ড দেখানো হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এইচ এন আশিকুর রহমান এমপি, টিপু মুনশী এমপি, হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়, রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোস্তাফিজার রহমান প্রমুখ।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি