ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫’র দাবিতে মহাসমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ৩১ মার্চ ২০১৮

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে মহাসমাবেশ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশ’ সাবেক ও বর্তমান শিক্ষার্থী এতে অংশ নেন ৷

মহাসমাবেশে সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ হোসেন বলেন, আমাদের যৌক্তিক দাবি না মেনে নিলে সারাদেশের ছাত্র শিক্ষার্থীর সঙ্গে নিয়ে বড় আন্দোলনের মাধ্যেমে দাবি আদায় করা হবে। এসময় তিনি তাদের দাবির পক্ষে দাবির পক্ষে ১৪টি যুক্তি তুলে ধরেন৷ এর মধ্যে উল্লেখযোগ্য যুক্তিসমূহ হলো-বিপিএসসির যথাসময়ে পরীক্ষা নিতে না পারা, রাজনৈতিক অস্থিরতার জন্য শিক্ষার্থীদের সময় নষ্ট হওয়া, সেশন জটের কারণে যথাসময়ে শিক্ষাজীবন শেষ না হওয়া।

সমাবেশ চলা অবস্থায় আন্দোলনকারীদের একজন বেকার সেজে ভিক্ষা করেন৷ তখন পুলিশসহ উপস্থিত সবাই তাকে টাকা দেন৷ আন্দোলনকারী মো. ওয়াফিকুর রহমান বলেন, ‘আমাদের মূল দাবি হলো সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করা৷ আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০৷ কিন্তু আমাদের দেশে এটা বাড়ানো প্রয়োজন৷ কারণ আগে বাংলাদেশে মানুষের গড় আয়ু যখন ৫৭ ছিল। তখন সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ ৷ কিন্তু এখন মানুষের গড় আয়ু বেড়ে ৭০-৭২ হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ রয়ে গেছে৷ আমরা সাধারণ শিক্ষার্থীদের বয়সসীমা বাড়ানোর পাশাপাশি আনুপাতিক হারে মুক্তিযোদ্ধার সন্তানসহ অন্যান্যদের বয়সসীমা বাড়ানোর দাবি জানাচ্ছি।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে আন্দোলন আন্দোলনকারী শেখ মো. আবদুল আহাদ  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে করতে বয়স বেড়ে ২৭ হয়ে যায়৷ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পড়ার সঙ্গে চাকরির পরীক্ষার পড়াশোনার পদ্ধতি অনেক ভিন্ন৷ যার ফলে আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না৷ আমাদের সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদে উল্লেখ আছে যে চাকরি লাভের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক সমতা লাভ করবে৷ কিন্তু বর্তমান পদ্ধতি প্রায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সমাবেশ শেষ সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ হোসেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।  কর্মসূচি ঘোষণা কালে তিনি বলেন, আগামী ১৫ এগ্রিল রাজধানীতে রিকশা নিয়ে বের হবে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর পর আগামী ২৭ তারিখ শাহাবাগে সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্জ্বলন  করবে আন্দোলনরত শিক্ষার্থীর। 

/ টিআর / এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি