ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:২৬, ১২ এপ্রিল ২০১৮

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নিরাপত্তা প্রহরী পদে লোকবল নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেবে তা উল্লেখ করা হয় নি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

নিরাপত্তা প্রহরী

যোগ্যতা

ন্যূনতম এসএসসি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপজাতি এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা www.bgbs.info ওয়েবসাইটে প্রদত্ত ফরম পূরণ করে জমা দিতে পারবেন। অথবা প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর উল্লেখ করে জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র(যদি থাকে), পেনশন বই (অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য) চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপিসহ আবেদনপত্র ডাকযোগেও প্রেরণ করতে পারবেন।

যোগাযোগের ঠিকানা

ইষ্ট ওয়েষ্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা:) লি: প্লট নং ১২৫/এ (লেভেল-০৬), ব্লক নং-এ, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিল, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন (৮ এপ্রিল, ২০১৮)

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি