ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

একাধিক পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৪ এপ্রিল ২০১৮

নতুন জনবল নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ৬ পদে ৯ জনতে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) চীফ ইঞ্জিনিয়ার (ড্রেজার খনক)-০১ টি

২) ডেজিং মাস্টার (ড্রেজার খনক)-০১ টি

৩) হাইড্রোগ্রাফার-০১ টি

৪) জুনিয়ার ইঞ্জিনিয়ার (ড্রেজার খনক)-০১ ‍টি

৫) জুনিয়র স্টাফ নার্স-০৩ টি

৬) সহকারী শিক্ষক/শিক্ষিকা(উচ্চ বিদ্যালয়)-০৩ টি(মানবিক-০২, বাণিজ্য-০১)

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট www.cpa.gov.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

এছাড়াও আবেদনপত্রটি সরাসরি পেতে প্রতিষ্ঠানের এই লিংকটি দেখুন-

http://cpa.portal.gov.bd/sites/default/files/files/cpa.portal.gov.bd/notices/fa7a411c_3da8_47d8_b651_587a788532e4/Notice.pdf

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল, ২০১৮ তারিখ থেকে ১৫ মে, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: কালের কণ্ঠ (১৪ এপ্রিল,২০১৮)

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি