ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

স্নাতক পাশেই ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:২৭, ২৬ এপ্রিল ২০১৮

ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস এক্সিকিউটিভ, কার্ডস ডিভিশন (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলস এক্সিকিউটিভ, কার্ডস ডিভিশন (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)   

যোগ্যতা  

প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় মাসের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

নির্বাচিত প্রার্থীদের ঢাকা ও চট্টগ্রামে নিয়োগ দেওয়া হবে।   

বেতন

নিয়োগপ্রাপ্তদের ট্রেইনিংয়ের সময় ১২ হাজার টাকা এবং ট্রেইনিংয়ের পরে ১৪ হাজার টাকা স্কেলে বেতন দেওয়া হবে। এ ছাড়া ব্যাংক পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।   

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ebl.bdjobs.com- এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনের সময়সীমা  

আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ এপ্রিল. ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন : ebl.bdjobs.com

সূত্র : বিডিজবসডটকম  

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি