ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পেশাগত জীবনের ৫ নেতিবাচকতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:২২, ২৭ এপ্রিল ২০১৮

ক্যারিয়ার বা পেশাগত জীবন আমাদের সকলের কাছে খুবই রোমাঞ্চকর এক বিষয়ের নাম। জীবনের প্রথম চাকরি নিয়ে কমবেশি সবাই আমরা বেশ উত্তেজিত থাকি। কাজের পরিবেশ কেমন হবে তা নিয়েও আমাদের থাকে বিস্তর স্বপ্ন। কিন্তু অনেক নেতিবাচক বিষয় আছে, যেদিকে আমরা খুব একটা নজর দেই না। কিন্তু পরবর্তীতে এগুলোই আমাদের সামনে বড় সমস্যা হিসেবে দেখা দেয়। এমনি ৫টি বিষয় নিয়ে আজকের প্রতিবেদন।

১) ভালো কাজেও তৈরি হতে পারে সমস্যা

আমাদের সবাই কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয়  দিতে চাই। সাফল্যের জন্য নিজেরা নিজেদের সীমা অতিক্রম করে কাজ করেন এমন কর্মীও আছেন অনেকেই। কিন্তু আপনার এমন ভালো কাজও আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। আপনার দক্ষতা ও সাফল্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে।

অন্যদিকে আপনি যত কাজ করবেন আপনাকে তত কাজ করতে দেওয়া হবে। সময়সীমার আগে যদি কাজ শেষ করে ফেলতে পারেন তাহলে আপনার দক্ষতার জন্য পদোন্নতি হোক বা না হোক, নতুন কাজের চাপ আপনার ঘাড়ে দেওয়া হবে। আপনি করতে পারেন আর সে কারণেই আপনাকে বাড়তি কাজ দেওয়া হবে।

২) শুধু প্রতিষ্ঠানের সার্থই হাসিল হয়

শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা যে, আপনি যেমন আর যত কাজই করুন না কেন দিনশেষে প্রতিষ্ঠানের সার্থই আসল কথা। প্রতিষ্ঠানের সার্থের জন্যই আপনাকে কাজ করতে হবে। আপনার কাজের মাধ্যমেই প্রতিষ্ঠান উন্নতি করবে। তবে ব্যক্তিগত ক্যারিয়ারে আপনার উন্নতি হল কী হল না তা নিয়ে প্রতিষ্ঠানের খুব একটা মাথাব্যথা নেই। দিনের পর দিন যদি অফিসে অতিরিক্ত সময় ধরে কাজ করেন তাও প্রতিষ্ঠান ভুলে যাবে যদি একদিন খানিকটা সময় কম কাজ করেন।

৩)  টাকা গুরুত্বপূর্ণ

অনেকদিন কাজ করার মত নিজের কাছেই মনে হতে পারে যে আপনি শুধু টাকা উপার্জনের জন্যই চাকরি করছেন। অনেকেই শুধু প্রথম চাকরিতে যোগদানের সময় চাকরির বেতন বিবেচনা করে। কোন খাতে, কোন প্রতিষ্ঠানে, কোন অবস্থানে কাজ করে ক্যারিয়ার শুরু করলে ভালো হবে তাঁর থেকে ‘নগদ নারায়ন’ অর্থের অংকের দিকেই মনযোগ দেন অনেকেই। আর একারণেই ক্যারিয়ারে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয় না অনেকের।

৪) অফিসিয়াল রাজনীতি

আপনি যতই এড়িয়ে চলবার চেষ্টা করেন না কেন অফিসে পলিটিক্স বা রাজনীতি থাকবেই। কখনও এই পলিটিক্সের ‘বলী’ করা হবে আপনাকেই। বিশেষ করে আপনি যখন উন্নতি করবেন তখন অনেকেই আপনার বিরুদ্ধে রাজনীতি-ষড়যন্ত্র করে আপনাকে নিচের দিকে নামিয়ে আনার চেষ্টা করবে। এই কারণে আপনাকেও এই খেলার কৌশলগুলো শিখে নিজেকে বাঁচিয়ে চলতে হবে।

৫) ১ দিনে সপ্তাহ হবে আপনার

সপ্তাহে ৭ দিন থাকলেও আপনার জন্য তা হয়ে যেতে পারে ১ দিন। আপনি যদি কাজ পাগল ব্যক্তি হন তাহলে কখন সকাল থেকে রাত হল তা অনেক সময় বুঝতেই পারবেন না। যে দিনটি আপনি খেয়াল করবেন তা হল আপনার ছুটির দিন। সপ্তাহে পাওয়া এই একটি মাত্র ছুটির দিনেই আপনার জীবন আটকে থাকবে। বাকি ৬ দিন রোবটের জীবনযাপন করার পর ১ দিন মানবীয় জীবন থাকবে আপনার।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

//এস এইচ এস// এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি