ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

৫০ জনবল নেবে নৌবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২৮ এপ্রিল ২০১৮

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী জাহাজ, সাবমেরিন ও বিএন ডকইয়ার্ড টেকনিক্যাল শাখায় স্পেশাল এন্ট্রি প্রবেশনারি আর্টিফিসার ৪র্থ এবং নাবিক ভর্তি- বি ব্যাচে যোগ দিতে চাইলে আবেদন করুন।

পদের নাম ও সংখ্য

প্রবেশনারি আর্টিফিসার- ৪র্থ (নৌবাহিনী জাহাজ, সাবমেরিন ও বিএন ডকইয়ার্ডের জন্য) পদে ৩৬

শিক্ষাগত যোগ্যতা

সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সহ নিম্নবর্ণিত ডিপ্লোমাধারী হতে হবে।

ইঞ্জিনিয়ারিং শাখা- ডিপ্লোম-ইন-মেরিন টেকনোরজি/পাওয়ার/মেকানিক্যাল।

ইলেকট্রিক্যাল শাখা- ডিপ্লোমা-ইন-ইলেকট্রনিক্স।

রেডিও ইলেকট্রিক্যাল শাখা- ডিপ্লোমা-ইন-ইলেকট্রনিক্স।

অর্ডন্যান্স শাখা- ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল

শিপরাইট শাখা- ডিপ্লোমা-ইন-মেরিন টেকনোলজি/শিপ বিল্ডিং/মেকানিক্যাল।

বয়স

১ জুলাই ২০১৮ তারিখে ১৮-৩০ হতে হবে।

যারা আবেদন করতে পারবেন

বিবাহিত/অবিবাহিত বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

এমই-২, ইএন-২ এবং আরইএন-২ (বিএন ডকইয়ার্ড ও সাবমেরিনের জন্য) পদে ১৪ জন

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ)/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে ৬ মাসের কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) ন্যূনতম জিপিএ ৩.০০ হতে হবে।

ডিজেল মেকানিক্স, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, জেনারেল ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স

অভিজ্ঞাতা

সংশ্লিষ্ট ট্রেডে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

১ জুলাই ২০১৮ তারিখে ১৭-২৫ হতে হবে।

যারা আবেদন করতে পারবেন

বিবাহিত/অবিবাহিত বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন।

বেতন ও ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

আবেদনের নিয়ম

আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওপেন করে sailors section tab এ ক্লিক করলে নাবিক ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে। সেক্ষেত্রে ভর্তি ফরম জমা দেওয়ার সময় ২০০ টাকার পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

ভর্তির তারিখ ও ভর্তি কেন্দ্র

ভর্তি কেন্দ্রের নাম নাবিক কলোনী-১, নিউ মুরিং, চট্টগ্রাম। প্রবেশনারি আর্টিফিসার-৪র্থ পদের প্রর্থীদের প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা আগামী ৩ ও ৪ মে ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে। এবং এমই-২, ইএন-২ এবং আরইএন পদের প্রর্থীদের প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা আগামী ৭ ও ৮ মে ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ৯ ও ১০ মে ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে।

সূত্র: যুগান্তর, ২৮ এপ্রিল ২০১৮, পৃ.২০

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি