ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৩৯তম বিসিএসে ৩৩ হাজার ৩২৩ আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ২৯ এপ্রিল ২০১৮

গত ২০ দিনে এ পর্যন্ত ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছে ৩৩ হাজার ৩২৩ জন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন। আগামীকাল রাত ১২ টা পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। 

তিনি জানান, ৩৯তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া গত ১০ এপ্রিল শুরু হয়। গত ২০ দিনে ৩৩ হাজার ৩২৩টি আবেদনপত্র জমা পড়েছে। রোববার দুপুর ১২টা পর্যন্ত আবেদন গণনা করা হয়েছে। এসব আবেদনপত্রের প্রার্থীরা অর্থ প্রদানসহ আবেদন প্রক্রিয়ার সব নির্দেশনা সম্পন্ন হয়েছে।

নেছার উদ্দিন জানান, বিশেষ বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক ১৬ জন প্রার্থীর আবেদন অসম্পুর্ণ ছিল। তাদের পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। সোমবার রাত ১২টা পর্যন্ত প্রায় ৩৫ বা ৪০ হাজার জমা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আবেদনে ভুল-ভ্রান্তি এড়াতে রোববার হেল্প লাইন চালু করেছে পিএসসি। হেল্প লাইনে তথ্য জানতে টেলিটকের চারটি মোবাইল নম্বর যুক্ত করা হয়েছে। এসব নম্বরগুলো হলো- ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ এবং ০১৫৫৫৫৫৫১৫২।সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হেল্প লাইনে তথ্য দেওয়া হবে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি