ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাক্ষাৎকারে যে ৭ বিষয় মেনে চলবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৩০ এপ্রিল ২০১৮

দেখতে যতই সুন্দর হোন আর মেধাবীই হোন চাকরির জন্য সাক্ষাৎকারের প্রস্তুতি নিতে হবে। সাক্ষাৎকারে বুঝা যাবে আপনি কেমন, আপনার চাকরি করার যোগ্যতা আছে কি না। সুতরাং সাক্ষাৎকারে সহজে টিকে যেতে পারেন এবং নিজেকে আকর্ষণীয় করার জন্য কিছু বিষয় রয়েছে। সাক্ষাৎকারে এসব বিষয় সতর্ক থাকলে আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।

সাক্ষাৎকারে যে ৭ বিষয় মেনে চলবেন তা নিম্নে তুলে ধরা হলো-

পোশাক নিয়ে সচেতন

আপনার নিজের পছন্দ মতো পোশাক কিংবা কোন স্টাইলিং পোশাক এখন সাক্ষাৎকারে অনুমোদিত নয়। সাক্ষাৎকারে কোনো ধরনের পোশাক পরিধান করা উচিৎ এটা জানা অতি আবশ্যক। কেননা এই ধাপটাই আপনাকে একজন ভালো প্রার্থী হিসেবে পরিচিতি দেবে। এক্ষেত্রে স্যুট-টাই বেশি গ্রহণযোগ্য।

নির্দিষ্ট সময় উপস্থিত হবেন

সাক্ষাৎকারে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। নির্দিষ্ট সময়ের খুব আগে কিংবা খুব দেরি করে আসবেন না। এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।

মনোযোগ দিয়ে শুনুন

সাক্ষাৎকারের শুরু থেকেই আপনার মনোযোগকে কেন্দ্রীভূত রাখতে হবে। কোনোভাবে মনোযোগ বিচ্ছিন্ন হতে দেবেন না। কারণ আপনার সাক্ষাৎকার যিনি নিবেন তিনি আপনাকে প্রত্যক্ষ-পরোক্ষ ইশারায় বা ভাষায় অনেক কিছুই বলবেন। যদি আপনার মনোযোগ বিচ্ছিন্ন থাকে, কান খাড়া না থাকে তাহলে আপনি বড় ধরনের সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন।

অস্থিরতা দেখাবেন না

আপনি সাক্ষাৎকার বোর্ডে কখনই অস্থিরতা প্রকাশ করবেন না। প্রশ্নকর্তাকে অস্থিরতা দেখিয়ে বিরোক্তবোধ তৈরি করবেন না। কোন প্রশ্ন করলে ঠাণ্ডা মেজাকে উত্তর দেওয়ার চেষ্টা করুন। ঠাণ্ডা, শান্ত, আত্মবিশ্বাসী মনোভাবটা সাক্ষাৎকার চলাকালে ধরে রাখুন।

সাক্ষাৎকারে অতিরিক্ত কথা বলবেন না

সাক্ষাৎকারে অতিরিক্ত কথা থেকে বিরত থাকুন। প্রশ্নকর্তাদের সামনে কখনই অবান্তর কথা বলবেন না। এতে আপনার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব পরবে।

ফোন বন্ধ করে রাখুন

সাক্ষাৎকারের জন্য প্রবেশ করার সময় আপনার নিজের ফোন বন্ধ করেই প্রবেশ করুন। কারণ প্রশ্ন চলাকালীন দেখা গেলো আপনার অপ্রয়োজনীয় ফোন আসলো, এতে আপনার যেমন মনোযোগ নষ্ট হবে তেমনি প্রশ্নকর্তাদেরও মনোযোগ নষ্ট হবে।

নেশাজাতীয় খাবার বিরত রাখুন

সাক্ষাৎকার বোর্ডে যাওয়ার আগে ধূমপান এবং নেশা জাতীয় দ্রব্যগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। কারণ রুমে প্রবেশ করার সময় আপনার সঙ্গে গন্ধও চলে আসবে। এক নিমিষেই সবাই ধরে ফেলবে। যা আপনার ব্যক্তিত্বের ওপর অনেক খারাপ প্রভাব ফেলবে।

কেএনইউ/ এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি